আফগানিস্তানে রুশ দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ। সোমবার রাজধানী কাবুলে এই হামলায় রাশিয়ান কূটনৈতিক মিশনের দুই কর্মী নিহত এবং চারজন আহত হয়েছে।
গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর প্রথম কোনো বিদেশি মিশনকে লক্ষ্য করে এই হামলা চালানো হলো। দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রবেশ পথের কাছে এই হামলা চালানো হয়।।
দূতাবাসের কাছে রাশিয়ান কর্মীদের ভিড়ের মধ্যে এক আইএসআই যোদ্ধা আত্মঘাতী বিষ্ফোরণ ঘটায়। জিহাদি গ্রুপের টেলিগ্রাম চ্যানেল মাধ্যমে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে সাংবাদিকদের সাথে আলাপকালে এ হামলাল নিন্দা জানিয়ে বলেছেন, এই আক্রমণ ‘একদম অগ্রহণযোগ্য’।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের দুই কর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।