কুমিল্লার বিজয়পুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী লরি উল্টে দুটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়েছে। এতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে রেলওয়ের কুমিল্লা কার্যালয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ রয়েছে।
তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনটি ডাউনলাইনে ব্যবহার করে রেল চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কুমিল্লার রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘আপাতত নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।