ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা কিশোর গ্যাং সদস্যদের এক ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া।

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা নগরীতে এক ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত থেমে থেমে অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। নগরীর ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফা বাড়ি এলাকায় সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।  

এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে থানা পুলিশ জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিও ফুটেজে দেখা যায়, শর্টগান, রামদা, ছেনিসহ দেশীয় অস্ত্র নিয়ে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে মহড়া দিচ্ছে একদল দুর্বৃত্ত। তারা ফাঁকা গুলি ছুড়ছে এবং দেশীয় অস্ত্র নিয়ে কাউন্সিলর অফিসের সামনে মহড়া দিচ্ছে। এসময় তাদের কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। এলোপাতাড়ি গুলি ও ইটপাটকেলের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

কাউন্সিলর আব্দুর রহমান বলেন, একদল অস্ত্রধারী এসে আমার কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। ডালিম ও কাউছারের নেতৃত্বে এ হামলা হয়। এ সময় তারা আমার একটি বাড়ির গ্লাস ভেঙে দেয়। আমি তখন বাইরে ছিলাম। পরে পুলিশকে খবর দিলে প্রায় একঘণ্টার অস্ত্রের মহড়ার পর তারা পালিয়ে যায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ওই কাউন্সিলরের সঙ্গে স্থানীয় কিছু লোকের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।