ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কোপেনহেগেনে ইরানি দূতাবাসে সশস্ত্র সন্ত্রাসীর প্রবেশ

আন্তর্জা‌তিক ডেস্ক
অক্টোবর ৭, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেনমার্কের কোপেনহেগেনে ইরানি রাষ্ট্রদূত ও দূতাবাসের নিরাপত্তার অভাবের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

কোপেনেহগেনে ইরানি দূতাবাসের সামনে সশস্ত্র ‌এক হামলাকারী অবৈধভাবে প্রবেশ করে রাষ্ট্রদূতের ওপর হামলা চালায়। ওই হামলার কারণে সৃষ্ট পরিস্থিতি তদন্ত করা হচ্ছে।

ডেনমার্কে ইরানি রাষ্ট্রদূত আফসানা নাদিপুরের সঙ্গে টেলিফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। কী করে একজন সশস্ত্র সন্ত্রাসী দূতাবাস এলাকায় ঢুকলো সে বিষয়ে তিনি সার্বিক খোজখবর নেন এবং দূতাবাসের নিরাপত্তার অভাবের সমালোচনা করেন। তিনি বলেন: খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে ইউরোপের প্রাণকেন্দ্রে একজন নারী রাষ্ট্রদূতের ওপর এভাবে আক্রমণ করা হয় এমনকি পুলিশও সময়মতো ঘটনাস্থলে উপস্থিত থাকে না।

নাদিপুর জানান: হামলাকারী দূতাবাস অঙ্গণে ঢুকে অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি করে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলো ধ্বংস করে। রাষ্ট্রদূত আরও বলেন: দুর্ভাগ্যবশত পূর্ব-সতর্কতা সত্ত্বেও ডেনিশ পুলিশ অনেক দেরিতে দূতাবাসে পৌঁছে।#পার্সটু‌ডে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।