ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‘বুরকান’ ক্ষেপণাস্ত্র, আতঙ্কে ইসরাইল

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ। এছাড়া হিজবুল্লাহর যোদ্ধারা ‘বুরকান’ নামে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও জানিয়েছেন তিনি।

গত মাসে গাজায় ইসরাইলি বাহিনীর হামলার পর থেকেই ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তখন থেকেই ইসরাইলের সীমান্তে সেনাচৌকি লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

শনিবারও (১১ নভেম্বর) ইসরাইলের তিনটি সামরিক চৌকিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ইসরাইলি বাহিনীও পাল্টা বিমান হামলার ভিডিও প্রকাশ করেছে। হামলা চালিয়ে হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইসরাইল।

লেবানন যুদ্ধের দিকে এগোচ্ছে জানিয়ে এর জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। শনিবার ইসরাইলের উত্তরাঞ্চলের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, ‘হিজবুল্লার কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে হবে লেবাননের বেসামরিক নাগরিকদের। গাজার মতো লেবাননে কী করতে হবে, তা ভালো করেই জানে ইসরাইল।’

এদিকে, ইসরাইলের বিরুদ্ধে হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা ‘বুরকান’ নামে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ। এই ক্ষেপণাস্ত্রের ৩০০ থেকে ৫০০ কেজির বিস্ফোরক পরিবহনের সক্ষমতা রয়েছে।

এছাড়া প্রথমবারের মতো সশস্ত্র ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। শনিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান হিজবুল্লাহ প্রধান।

ইসরাইল-হামাস সংঘাত শুরুর প্রায় এক মাস পর গত ৩ নভেম্বর প্রথমবার ভাষণ দেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। হিজবুল্লাহ শহীদ দিবসের স্মরণে শনিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ‘হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত।’

এসময় মধ্যপ্রাচ্যে সংঘাত ও আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন হিজবুল্লাহ প্রধান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।