ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্তিত্বহীন শিক্ষকে নিয়ে তোলপাড়া

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

অস্তিত্বহীন শিক্ষকে নিয়ে তোলপাড়া সৃষ্টি হয়েছে। অস্তিত্বহীন ওই শিক্ষিকার নাম সুতৃষ্ণা বর। তিনি এমপিও ভুক্ত হয়েছেন। প্রতিমাসে বিল তুলে নিচ্ছে। কিন্তু স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভবকরা তাকে চেনেন না। ওই স্কুলের বাংলার সাবেক শিক্ষক উৎপলা বিশ্বাসের যোগদানের তারিখকে সুতৃষ্ণা বরের নিয়োগের তারিখ দেখানো হয়েছে। এছাড়া বিদ্যালয়ের ওয়েবসাইটে সুতৃষ্ণা বরের পরিবর্তে প্রধান শিক্ষকের স্ত্রী সাধনা রানী বিশ্বাসের ছবি ব্যবহৃত হচ্ছে। যদিও প্রধান শিক্ষকের স্ত্রী সাধনা রানী টুঙ্গিপাড়া উপজেলার নবুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার ত্রিপল্লী শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ে।
ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি ঢালীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে লিখিত নালিশ করেছেন।

ওই নালিশের বরাত দিয়ে বীর মুঙ্গিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন বলেন, ওই প্রধান শিক্ষক এককভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য ও শিক্ষকদের অগোচরে মোটাংকের অর্থের বিনিময়ে অবৈধ নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি করে আসচ্ছেন। ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত ও বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগের দুটি বিজ্ঞপ্তি দেন। ২০১৪ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সহকারী শিক্ষক বাংলা বিষয়ে উৎপলা বিশ্বাস ও গণিত বিষয়ে সুশান্ত মালাকার নিয়োগ পান। উৎপলা বিশ্বাস ২০১৪ সালের ৩ মে হতে ২০১৬ সালের ৬ জুন পর্যন্ত সহকারী শিক্ষক বাংলা বিষয়ে নিয়মিত পাঠ দান করান। পরে উৎপলা বিশ্বাসের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি হয়। ২০১৬ সালের ৭ জুন মাধ্যমিক বিদ্যালয় থেকে অব্যাহতি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

২০১৬ সালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কোনো সহকারী শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল না । কারণ ২০১৫ সালের ২২ নভেম্বর থেকে মাধ্যমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম এনটিআরসি নিয়ে নেয়। উৎপলা বিশ্বাস অব্যাহতি নেওয়ার পর প্রধান শিক্ষক মৃণাল কান্তি অবৈধভাবে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা ও রেজুলেশন ছাড়াই ১০ লাখ টাকার বিনিময়ে সুতৃষ্ণা বর নামে এক মহিলাকে বাংলা বিষয়ে নিয়োগ দেন। এছাড়া ওই বিদ্যালয়ে কর্মরত শিক্ষদের এমপিও ভুক্ত, বিল ছাড় করণ করতে প্রধান শিক্ষক মোটা অংকের উৎকচ গ্রহণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ত্রিপল্লী শেখ আবু নাছের মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা রুমা খানম বলেন, ২০১৯ সাল থেকে আমার নিয়োগের পর থেকে সুতৃষ্ণা বর নামে কোনো শিক্ষিকাকে বিদ্যালয়ে পাঠদান করাতে দেখিনি। ওই নামে কোনো শিক্ষিকাকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও চেনে না।

গণিত শিক্ষক সুশান্ত মালাকার মালাকার বলেন, ২০১৪ সালে আমার ও উৎপলা বিশ্বাসের নিয়োগ হয়। উৎপলা বিশ্বাস ২০১৬ সাল পর্যন্ত বাংলা বিষয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান করায়। কিন্তু সুতৃষ্ণা বর নামে কোনো শিক্ষিকাকে আজ পর্যন্ত স্কুলে আসতে দেখিনি।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, প্রধান শিক্ষক মৃনাল কান্তি শুধু সুতৃষ্ণা বরই না অনেক শিক্ষককে নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। নৈশ প্রহরীর বিল করতে, মাধ্যমিক স্বীকৃতি, এমপিও করণ, অডিট বাবদ আমাদের কাছ থেকে লাখ-লাখ টাকা নিয়েছেন। এছাড়া কোভিটের সময় ঢাকা যাতায়াত বাবদ বিদ্যালয়ের তহবিল থেকেও মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া প্রধান শিক্ষক নিজের খোয়াল-খুশি মত বিদ্যালয়ে আসা যাওয়া করেন। ডিজিটাল হাজিরা অন্যান্য বিদ্যালয়ে আছে। কিন্তু বিদ্যালয়ে চালু করা হয়নি। শিক্ষকদের হাজিরা খাতা প্রধান শিক্ষকের জিম্মায় তার কক্ষে তালাবদ্ধ থাকে। তাই আমরা দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ চাই।

সুতৃষ্ণা বর অস্তিত্বহীন শিক্ষক নন দাবি করে প্রধান শিক্ষক মৃণাল কান্তি ঢালী বলেন, তাকে বৈধভাবেই নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে তিনি এমপিও ভুক্ত হয়েছে। নিয়মিত বিল তুলছেন। এমপিও হতে দেরি হয়েছে। তাই তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন। এখন স্কুলে আসবেন। তার নিয়োগে কিছু খরচ করতে হয়েছে। এজন্য হয়ত অভিযোগ উঠেছে। আর ভুল বসত সুতৃষ্ণার জায়গায় স্কুলের ওয়েবসাইটে আমার স্ত্রীর ছবি দেয়া হয়েছে। এটি আমরা সরিয়ে নেব। এছাড়া স্কুল চালাতে গেলে কিছু অনিয়ম করতে হয়। এনিয়ে হয়ত প্রতিপক্ষ অভিযোগ করেছে। এরআগে বিষয়টি নিয়ে আমি এক ডজন সাংবাদিক ফেস করেছি। পরে তিনি দম্ভ উক্তি করে বলেন, আমার অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করে কোন লাভ হবে না।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমন অধিকারী বলে, আমি ৫ বছর ধরে এই স্কুলে পড়ছি। এরমধ্যে সুতৃষ্ণা বর নামে কোনো শিক্ষকের ক্লাস আমি পাইনি। ওই নামে কোনো শিক্ষককে আমি চিনি না। এমন কি ওই শিক্ষকের নামও কোনো দিন শুনিনি। আপনাদের (সাংবাদিক) কাছ থেকে তার নাম শুনলাম।

অভিভাবক বিপ্লব চৌধুরী বলেন, আমার মেয়ে ৮ম শ্রেণিতে পড়ে। ছেলে এই স্কুল থেকে এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছেলে-মেয়ের লেখাপড়ার স্বর্থে আমি নিয়মিত স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করি। তাদের পড়াশোনার ব্যাপারে খোঁজ খবর নেই। বিগত ৫ বছরে আামি সুতৃষ্ণা বর নামে কোনো শিক্ষিকার নাম শুনিনি। স্কুলের সব শিক্ষক-শিক্ষিকাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু সুতৃষ্ণা নামে কোনো শিক্ষিকার সাথে আমার পরিচয় হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।