ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণঃ জরিমানা ১৫ লাখ ৪০ হাজার।

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম।।
নভেম্বর ৪, ২০২০ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের খুলশী থানার মতিঝর্ণা এলাকায় সরকারি জায়গা দখল করে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। ১৪ হাজার ঘনফুট পাহাড় কাটার দায়ে পৃথকভাবে দুই ব্যক্তিকে ১৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে মামলার শুনানি শেষে এ জরিমানা করা হয়। শুনানিতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী। এ মামলায় অভিযুক্তরা হলেন, চট্টগ্রামের খুলশী থানার মতিঝর্ণা এলাকার সাইদ উদ্দিনের পুত্র শাহজাহান কোম্পানি ও একই এলাকার মানিকের স্ত্রী মনোয়ারা বেগম মায়া।

মতির্ঝণা এলাকায় সরকারি পাহাড় কেটে সমতল করে সেখানে অবৈধ ঘর ও বহুতল ভবন নির্মাণ করা হয়। অভিযোগ পেয়ে ওই এলাকা পরিদর্শন করেন পরিবেশ অধিদফতরের সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি টিম। ঘটনাস্থলে গিয়ে মতির্ঝণা এলাকার সাত নম্বর গলিতে পাহাড় কেটে শাহজাহান কোম্পানির তিনতলা বাড়ি নির্মাণের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানিতে শাহজাহান কোম্পানিকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পাহাড় কেটে বসতঘর নির্মাণ করায় মনোয়ারা বেগম মায়াকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।