ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছর রুশ নৌবাহিনীতে নতুন ৩০ রণতরী যুক্ত হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ৩১, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নৌবাহিনীর শক্তি বৃদ্ধির কাজ অব্যাহত থাকবে।
এ লক্ষ্যে চলতি বছর এই বাহিনীতে ৩০টি নতুন রণতরী সংযুক্ত করা হবে।

পুতিন গতকাল (রোববার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনী দিবস উপলক্ষে এক মহড়া পরিদর্শন করার সময় এ ঘোষণা দেন।
তিনি রুশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও পরমাণু শক্তিচালিত সাবমেরিনের অনুশীলন উপভোগ করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া আজ আত্মবিশ্বাসের সঙ্গে তার জাতীয় সামুদ্রিক নীতির মহান লক্ষ্য বাস্তবায়ন করছে এবং ক্রমাগতভাবে নিজের নৌশক্তি বৃদ্ধি করছে।
শুধু এ বছরই এই বাহিনীতে যোগ দেবে বিভিন্ন শ্রেণির ৩০টি যুদ্ধজাহাজ।”

এ সময় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ প্রেসিডেন্ট পুতিনের পাশে উপস্থিত ছিলেন।

রাশিয়ায় প্রতি বছর জুলাই মাসের শেষ রোববার নৌবাহিনী দিবস পালন করা হয়।
এ উপলক্ষে চলতি বছর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত নৌমহড়ায় ৩,০০০ নৌসেনার পাশাপাশি ৪৫টি রণতরী, সাবমেরিন ও অন্যান্য জাহাজ অংশগ্রহণ করে।
এছাড়া, বাল্টিক সাগর, উত্তর মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং কাস্পিয়ান সাগরে মোতায়েন রুশ নৌবাহিনীও এ দিবস উপলক্ষে সামরিক কসরত করেছে।
পার্সটুডে/এমএমআই/৩১

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।