চীনের গবেষণাগারে করোনাভাইরাসের সৃষ্টি, এমন প্রমাণ নেই; স্থানীয় সময় শুক্রবার
এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে, দ্য অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই)।
প্রতিবেদনটিতে বলা হয়, ল্যাবের তিনজন বিজ্ঞানী কোভিড-১৯-এ প্রথম সংক্রমিত
ছিলেন এবং তাঁরা নিজেরাই ভাইরাসটি তৈরি করে থাকতে পারেন এমন দাবির সমর্থনে তাদের কাছে কোনো তথ্য নেই।
মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছেন, চীন সরকারের উহান গবেষণাগার থেকে
করোনা মহামারী ছড়িয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মার্কিন গোয়েন্দা কমিউনিটির (আইসি) বিভিন্ন সদস্য সংস্থার যেসব তথ্য সংগ্রহ
করেছেন, সে সবের ওপর ভিত্তি করে ওডিএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে
যে উহান ল্যাবের কিছু বিজ্ঞানী কোভিড-১৯-এর মতো একধরনের ভাইরাসের ওপর কাজ করেছেন।
তবে এই বিজ্ঞানীরা ঠিক কোডিড-১৯ ভাইরাস নিয়ে বা এই ভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট ‘ঘনিষ্ঠ পূর্বসূরি’ অথবা এই ভাইরাসের উৎস
নিয়ে কাজ করেছেন, তাঁদের কাছে এমন কোনো তথ্য নেই।
নিজেরাই ভাইরাসটি তৈরি করে থাকতে পারেন এমন দাবির সমর্থনে তাদের কাছে
কোনো তথ্য নেই।
২০১৯ সালের শেষের দিকে ছড়িয়ে পড়া মহামারিটির উৎস সম্পর্কে মার্কিন
গোয়েন্দাদের তথ্যের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেছিলেন আইনপ্রণেতারা।
এর তিন মাস পর এ প্রতিবেদন আসে।
ওডিএনআই বলছে, গোয়েন্দা গোষ্ঠীগুলো করোনাভাইরাস অতিমারিকে (কোভিড-১৯)
প্রাকৃতিকভাবেই যেমন বাদুড়ের মতো প্রাণিদের মাধ্যমে বা গবেষণাগার থেকে
ছড়িয়েছে, এমন দুটি অনুমানে বিভক্ত।