ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের কোচের দরজা খুলে নিয়ে যাওয়ার সময় যুবক আটক

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচের দরজা খুলে নিয়ে যাওয়ার সময় শাওন (১৯) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। আটককৃত যুবক শাওন পৌর শহরের জগন্নাথপুর এলাকার ইউনুছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত রুবেল মিয়ার ছেলে।

রবিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের পঞ্চবটি কাঠেরপুল এলাকায় ওই যুবককে আটক করা হয়। আটকের পর এলাকাবাসী যুবকটিকে রেলওয়ে থানা পুলিশকে সোপর্দ করে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই এস এম তাজবীর বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী জানান, সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় ভৈরব জগন্নাথপুর রেলওয়ে স্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত কোচের এক সপ্তাহ যাবত পরে আছে।

এখানে কোনো পুলিশ দায়িত্ব পালন না করায় ক্ষতিগ্রস্ত কোচের দরজাসহ মূল্যবান যন্ত্রাংশ দুষ্কৃতকারীরা খুলে নিয়ে যাচ্ছে।

কোচগুলো সাধারণ মানুষের চলাচলের রাস্তার উপর রাখায় মানুষের দুর্ভোগ বেড়েছে। রাস্তা বন্ধ থাকায় রেল লাইন ধরে চলাচল করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঝুঁকিও রয়েছে।

ভৈরব নিরাপত্তা বাহিনীর এসআই এস এম তাজবীরের সাথে কথা হলে তিনি জানান, রবিবার (২৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত কোচের দরজা খুলে নিয়ে যাওয়ার ঘটনায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। চুরির ঘটনায় মামলা দায়ের করেছি। মামলাটি রেলওয়ে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।

স্টেশন মাস্টার ইউছুফ আলী অপু বলেন, ‘আমরা নিরাপত্তা বাহিনীকে মেমো দিয়েছি ওইখানে ডিউটি করার জন্য। কিন্তু তাদের লোকবল সংকট থাকার কারণে নিয়মিত ডিউটি করতে পারছেনা।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আলীম হোসেন সিকদার বলেন, ‘ক্ষতিগ্রস্ত ট্রেনের দরজাসহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছেন অনেকেই। দরজা খুলে নিয়ে যাওয়ার সময় শাওন নামের একজনকে আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর এসআই এস এম তাজবীর বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত করে চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খবর: ডিবিসি/ এইচএপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।