ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ডাল লেকে অগ্নিকাণ্ড, কাশ্মীরে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ১১, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

উৎসবের মৌসুম চলছে। শীতও কড়া নাড়ছে দোরগোড়ায়। দেশি-বিদেশি পর্যটকরা ভিড় জমাচ্ছেন ভূস্বর্গখ্যাত জম্মু-কাশ্মীরে। আর এর মধ্যেই ঘটলো ভয়ংকর দুর্ঘটনা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, শনিবার (১১ নভেম্বর) সকালে শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লাগে। এরপর তা দ্রুতই অন্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি হাউসবোট। 

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে সেটাও পুড়ে গেছে।
 
তবে ওই তিন বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
 
পুলিশ আরও জানায়, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। তারপর অন্যান্য হাউসবোটেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বেশ কয়েকয়টি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে ডাল লেকেই হাউসবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল।  
 
বরাবরই পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য কাশ্মীরের ডাল লেক। কাশ্মীর ভ্রমণকালে বহু পর্যটকই এই ডাল লেকের হাউসবোটে অবস্থান করেন। হাউসবোটে আগুন লাগার ঘটনায় তাই পর্যটকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
 
কয়েক দিন আগেই কাশ্মীরে চলতি মৌসুমে প্রথম তুষারপাত হয়েছে। আর তা দেখেই খুশির হাওয়া বয়ে যায় পর্যটকমহলে। সেই খুশির মধ্যেই ভূস্বর্গে একের পর এক আতংক ছড়াচ্ছে।
 
স্থানীয় সংবাদমাধ্যমের মতে, এর আগে গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শ্রীনগরের হামামা এলাকায় একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।