ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রশস্ত বডির কম্ব্যাট ড্রোন উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি হবে ইরানে উৎপাদিত প্রথম ড্রোন যা তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
ইরান এই ড্রোনের নাম রেখেছে কামান-২২ এবং ড্রোনটি ইরানের বিমান বাহিনীর চাহিদামাফিক নকশা করা হয়েছে। বিমান বাহিনীর কামন্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে আজ (বুধবার) একথা জানান।
তিনি জানান, এই ড্রোনে স্মার্ট বোমা, ডাইভার্স অপটিক্যাল ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারসহ নানা ধরনের যুদ্ধাস্ত্র বসানো যাবে। এ ড্রোন একটানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে উড়তে পারে।
জেনারেল নাসিরজাদে জানান, প্রশস্ত বডির কম্ব্যাট ড্রোন ইরানের বিমান বাহিনীকে উচ্চ মাত্রার যুদ্ধক্ষমতা দেবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
