তুরস্ক ও গ্রীস দুটিই ন্যাটোভুক্ত দেশ। কিন্তু পূর্ব ভূমধ্যসাগর এলাকা থেকে জ্বালানি আহরণের প্রতিযােগিতায় তারা হয়ে উঠেছে পরস্পরের প্রতিপক্ষ। নানা বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে এমনিতেই তুরস্ক ও গ্রিসের সম্পর্ক ভালাে নয়। এতে করে তুরস্ক ও গ্রিসের শত্রুতার সৃষ্টি হয়েছে।
এ অস্থায় তুরস্কের কাছে সাবমেরিন বিক্রি করতে রাজি হয়েছে এতে করে গ্রিসের জন্য বিপজ্জনক হতে পারে বলে মনে করছে গ্রিস।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিচোতাকিস তুরস্কের কাছে জার্মানির সাবমেরিন বিক্রি করায় উদ্বেগ প্রকাশ করেছেন। সাবমেরিন রফতানির মাধ্যমে জার্মান যে গ্রিসের পুরনাে শত্রুদের অন্যতম বন্ধু রাষ্ট্র তা আবারাে প্রমাণ হলাে বলে মন্তব্য করেন গ্রিসের প্রধানমন্ত্রী।
তিনি তার বক্তব্যে ইউরােপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরােপ করেন।
ইউরােপীয় ইউনিয়নের ২০২১-এর অনলাইন সভায় গ্রিসের প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র যেখানে লকহেড মার্টিন কর্প এফ৩৫ যুদ্ধবিমান বাতিল করেছে, রাশিয়া এস-৪০০ মিসাইল তুরস্ককে দিচ্ছে না। অথচ জার্মানি তুরস্ককে আক্রমণাত্মক সাবমেরিন তুলে দেওয়াটা গ্রিসের জন্য বিপজ্জনক।
