ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় স্কুল থেকে ২৮৭ শিক্ষার্থী অপহরণ।

আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ৮, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

নাইজেরিয়ায় একটি স্কুল থেকে একসাথে ২৮৭ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) একদল বন্দুকধারী দেশটির উত্তরাঞ্চলের কুরিগা শহরে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অপহরণের এই ঘটনা ঘটিয়েছে। খবর বিবিসির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় সকালে বন্দুকধারীরা স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরে শিশুদের স্কুল থেকে জিম্মি করে নিয়ে যায়। অপহরণের এমন ঘটনা দেশটিতে প্রায়ই ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, সকালে স্কুলের খেলার মাঠে খেলছিল শিক্ষার্থীরা। তখন মোটরসাইকেলে আসা কয়েক ডজন বন্দুকধারী স্কুলে ঢুকে গুলি চালায়।

ধারণা করা হচ্ছে, ২০২১ সালের পর এটিই সবচেয়ে বড় অপহরণের ঘটনা। বোকো হারাম ও ইসলামিক স্টেটের মতো জঙ্গী গোষ্ঠী এসব অপহরণের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।