ভারতের দিল্লির ইন্দ্রলোক এলাকায় নামাজিদের লাথি মারা ঘটনায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবারের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তায় অনেকে একসঙ্গে নামাজ পড়ছিলেন। তারা যখন সিজদা করছেন, তখনই এক পুলিশ সদস্য নামাজিদের লাথি মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
মুহূর্তেই ঘটনাস্থলে হাজির অনেক নামাজি ওই পুলিশ সদস্যকে ঘিরে ধরে তাঁর সঙ্গে তর্ক করতে শুরু করেন। নেটিজেনরা এই ঘটনার নিন্দা করছেন এবং দোষী পুলিশ সদস্যর কঠোর শাস্তির দাবি তুলছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই এলাকার মেট্রো রেল স্টেশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষরা।
পুলিশের বক্তব্য
দিল্লি পুলিশ ওই ঘটনার জন্য দায়ী এসআই মনোজ তোমারকে সাময়িকভাবে বরখাস্ত, অর্থাৎ সাসপেন্ড করেছে।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাঁকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।উত্তর দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার মনোজ কুমার মিনা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘একটি ভিডিওটি প্রকাশ্যে এসেছে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে যে পুলিশ সদস্যকে দেখা গেছে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন যে পুলিশ সদস্য, তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আমরা সবার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছি যে এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি বলেন, ‘দিল্লি পুলিশ এটা খুবই খারাপ করেছে। তারা নামাজিদের মারল! এখানে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।’
ঘটনাস্থলে হাজির এক যুবক বলেন, ‘যে পুলিশ সদস্য এই কাজ করেছেন, তাঁকে সাসপেন্ড না করে চিরতরে বরখাস্ত করা উচিত। যদি তা না করা হয়, তাহলে অন্য পুলিশ সদস্যরাও একই কাজ করতে পারেন।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।