ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নারীদের বেশি সন্তান নিতে আহ্বান জানিয়ে কাঁদলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

উত্তর কোরিয়ায় জন্ম হার কমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি এক অনুষ্ঠানে নারীদের বেশি সন্তান নিতে আহ্বান জানিয়ে আবেগ তাড়িত হতে দেখে গেছে।

কিম জং উনের কান্না করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে কিম নিচের দিকে তাকিয়ে আছেন। এ সময় তাকে খুব বিষণ্ন দেখা গেছে। ওই অনুষ্ঠানে আগতরা কিমের এই অবস্থা দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন।

গত রোববার মায়েদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কিম বলেন, সন্তান পালন করা গৃহস্থলি কাজের অংশ। মায়েদের উচিত আরও অধিক সন্তান নেয়া।

ওই অনুষ্ঠানে কিম জাতি গঠনে মায়েদের অবদানের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জানান। কিম বলেন, রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত থাকতে হয় এবং অনেক কঠিন সময় পার করতে হয়। তবে আমি সব সময় মায়েদের কথা চিন্তা করি।

জাতিসংঘের জনসংস্থা বিষয়ক সংস্থা চলতি বছরের এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ায় জন্মগ্রহণের হার ১.৮ শতাংশ। যা গত কয়েক দশকের তুলনায় অনেক কম। তবে উত্তর কোরিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে জন্মহার অনেক ভালো।

উত্তর কোরিয়ায় গত বছর জন্মহার ছিল মাত্র ০.৭৮ শতাংশ। অন্যদিকে জাপানে ছিল ১.২৬ শতাংশ।

উত্তর কোরিয়াতে বর্তমানে ২ কোটি ৫ লাখ জনসংখ্যা রয়েছে। তবে ১৯৯০ সালের দুর্ভিক্ষের পর দেশটিতে ক্রমাগতভাবে জন্মহার কমছে। সূত্র: একুশে সংবাদ.কম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।