চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিট পোশাক রফতানিতে চীনকে টপকে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ইইউর নিটওয়্যার আমদানির পরিমাণ ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার।
সোমবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)।
এতে বলা হয়, ৯ মাসে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পোশাক আমদানি করেছে। তালিকায় এরপরেই রয়েছে চীন। জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানিতে ডলারের মূল্য এবং ওজন (কিলোগ্রাম) উভয় ক্ষেত্রেই অন্য যেকোনো দেশের শেয়ারকে ছাড়িয়ে গেছে।
চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ইইউর নিটওয়্যার আমদানির পরিমাণ ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার। আর চীন থেকে আমদানি হয়েছে ৮ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে চলতি বছরের প্রথম ৯ মাসে ওজনের দিক থেকে ইইউ বাংলাদেশ থেকে পোশাক আমদানি করেছে ৫৭১ মিলিয়ন কেজিএস। আর চীন থেকে আমদানি হয়েছে ৪৪২ মিলিয়ন কেজিএস। প
বিজিএমইএ জানায়, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান কয়েক বছর ধরে শক্তিশালী হওয়ার কারণে ২০২৩ সালে বাজারটিতে নিটওয়্যার সেক্টরের জন্য একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক স্থাপন হয়েছে।