ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের ফলাফল পরিবর্তন করার কথা স্বীকার করে পদত্যাগ করলেন পাকিস্তানের নির্বাচন কমিশনার।

আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চট্টা পদত্যাগ করেছেন। দেশটিতে ৮ ফেব্রুয়ারির ভোটে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক চাপে ভুল সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমলাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের গণমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।

রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিয়াকত আলী। সেখানে তিনি বলেন, তার ওপর এতো ‘চাপ’ ছিল যে তিনি আজ সকালের নামাজের পর আত্মহত্যার চিন্তা করেছিলেন। তিনি বলেন, ‘পরে আমি ভেবে দেখলাম, জনসাধারণের সামনে বিষয়গুলো কেন তুলে ধরছি না? আমি কেন হারাম ভাবে মরব?’

একইসঙ্গে লিয়াকত আলী বলেন, ‘সব আমলাদের প্রতি আমার আহ্বান, তারা যেন এসব রাজনৈতিক দলের নেতা, যারা কি না মন্ত্রীত্বের জন্য লড়ছেন, তাদের জন্য এমন ভুল না করেন।’

জিও টিভির যুক্তরাজ্য সংবাদদাতা মুর্তজা আলী শাহ তার এক্স ভেরিফায়েড পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘কমিশনার রাওয়ালপিন্ডি তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি পুলিশের কাছে আত্মসমর্পণের আগে নির্বাচনের ফলাফল পরিবর্তন করার কথা স্বীকার করেছেন।’

এদিকে, পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) তাদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তপ্ত পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরইমধ্যে বিভিন্ন এলাকায় ১৪৪ ধারাও জারি হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে বলে জানিয়ে ইসলামাবাদ পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।