ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন খোদ ইসরাইলের জন্যই বিপদে পরিণত হয়েছেন। তিনি ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অবস্থায় রয়েছেন। এমন দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট।
পলিটিকোকে ওলমার্ট বলেন, ‘নেতানিয়াহু ভয়ে কুঁকড়ে গেছেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এটি নিশ্চিত।
তিনি আরো বলেন, নেতানিয়াহু এখন খোদ ইসরাইলের জন্য বিপদে পরিণত হয়েছেন।
নেতানিয়াহু যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণ ‘অনির্দিষ্টকালের জন্য’ গ্রহণ করার যে ঘোষণা দিয়েছেন তার প্রেক্ষাপটে ওলমার্ট এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ৭ অক্টোবরের ব্যর্থতার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ কারণেই তিনি গাজার নিয়ন্ত্রণ অনির্দিষ্টকালের জন্য গ্রহণ করার ভুল হিসাব করছেন।
ওলমাট বলেন, লক্ষ্য হওয়া উচিত একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে আলোচনা শুরু হওয়া উচিত লক্ষ্য।
তিনি বলেন, ‘গাজার নিরাপত্তা তদারকি করা ইসরাইলের স্বার্থের জন্য অনুকূল নয়। আমরা ৭ অক্টোবরে নিজেদের যেভাবে রক্ষা করছিলাম, তার চেয়ে ভিন্নভাবে আত্মরক্ষা করার মধ্যেই আমাদের স্বার্থ নিহিত রয়েছে। তবে আবার গাজার নিয়ন্ত্রণ গ্রহণ? না।’
সূত্র : আল জাজিরা, তাস।