ঢাকাশনিবার , ৯ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের আটোয়ারীতে  নিখোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার।

তোয়াবুর রহমান, পঞ্চগড় প্র‌তি‌নি‌ধি।
জানুয়ারি ৯, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামে নিখোঁজের ৪ দিনের মাথায় সিফাত (২০) নামে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে র‌্যাব-১৩। শনিবার (০৯ জানুয়ারী) সকালে নিহতের বাড়ির ২শ গজ দূরে আবাদী জমি হতে মাটি খুড়ে তার লাশ উদ্ধার করা হয়।
নীলফামারী র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, গত ৪ জানুয়ারী রাতে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায় উপজেলার ছোটদাপ গ্রামের শফিকুল ইসলামের ছেলে দিনাজপুর আদর্শ কলেজের ছাত্র ফাহিত হাসান সিফাত। রাতে সে বাড়ি ফেরেনি। পরদিন তার পিতা শফিকুল ইসলাম আটোয়ারী থানায় একটি সাধারন ডায়েরী করে এবং ছেলেকে উদ্ধারে নীলফামারী র‌্যাব-১৩ বরাবরে লিখিত আবেদন জানায়।
নিখোঁজের পিতার আবেদনের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি চৌকস দল ঘটনা তদন্তে মাঠে নামে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকায় মতিউর রহমান মতি (১৮) সহ ৪ জনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবেদনের ১৮ ঘন্টার মধ্যে র‌্যাব সিফাতের মৃত্যুর রহস্য নিশ্চিত হয় এবং শনিবার সকালে মৃতের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে। সিফাতকে পারিবারিক কলহের কারণে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ মাটিতে পুতে রাখে বলে জানায় এই কর্মকর্তা।
এ সময় পঞ্চগড় পুলিশের সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের জেলার দায়িত্বে কর্মরত পিবিআই’র সহকারী পুলিশ সুপার মো: রেজা, আটোয়ারী থানার ওসি ইজার উদ্দীন সহ র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।