ঢাকাশুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পরমাণু কর্মসূচিতে বিচ্যুতি ঘটে নি; হৈচৈ করে লাভ নেই: ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৭:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কোনো ধরণের বিচ্যুতি ঘটে নি।

তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে বার বার স্বীকার করা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ লক্ষ্যে কোনো হেরফের হয়নি। কাজেই হৈচৈ করে লক্ষ্য হাসিল করা সম্ভব হবে না।

ইরানের প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যারা ইরানকে একঘরে করার লক্ষ্যে কাজ করছে তারা ইরানের নানা সাফল্যকে সহ্য করতে পারে না।

ইসলামি বলেন, ইরান সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হয়েছে, এটা অনেক বড় সাফল্য। বহু বছরের চেষ্টা-প্রচেষ্টার পর এই সাফল্য এসেছে এবং সংস্থাটির পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

পাশ্চাত্য এবং ইহুদিবাদী ইসরাইলের চাপের মুখে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সব সময় ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে নানা প্রশ্ন উত্থাপন করে থাকে। ইরানের অঘোষিত পারমাণবিক কার্যক্রম রয়েছে বলে অভিযোগ উত্থাপন করে থাকে। কিন্তু ইরান ও আইএইএ’র মধ্যে সহযোগিতার যে রেকর্ড তা এই ধরণের অভিযোগের সাথে সঙ্গতিপূর্ণ নয়।#

পার্সটুডে/এসএ/২২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।