উত্তরবঙ্গে পলাশবাড়ী বিএনপি জামায়াত অদ্ধশীত এলাকা হিসেবে পরিচিত সেখানে বিএনপি জামায়াত থেকে একক প্রার্থী আবুল কালাম আজাদ। যে যাই বলুক শেষ পযন্ত বিএনপি জামায়াতের ভোট আবুল কালাম আজাদের পক্ষেই থাকবে।
২০১২ সাল হতে আজ পযন্ত অবদি পলাশবাড়ী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সর্বোচ্চ ভোটে দুই দুই বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য। নতুন প্রজন্মের ভোটারদের প্রথম পছন্দ আবুল কালাম আজাদ।
কারন, ছোট বড় সবার সাথে বন্ধু সূলভ আচারন এবং পরিচিতি অপরিচিতি সবার আগে সালাম ও কুশল বিনিময় এটিই তার প্রধান ভোট ব্যাংকের হাতিয়ার। পাশাপাশি ইভিএম ও আওয়ামীলীগে একাধিক প্রার্থী থাকায় সুবিধা জনক অবস্থানে আছেন আবুল কালাম আজাদ।
দীর্ঘ দুই তিন বছর আগে থেকেই প্রচার প্রচারনাই এগিয়ে আছেন আবুল কালাম আজাদ।
সরেজমিনে দেখা যায়, রিক্সা ওয়ালা, হোটেল শ্রমিক, লেবার এবং কুলি মজদুর তাদের সঙ্গে কথা বলে দেখা যায় আবুল কালাম আজাদ সবার সঙ্গে খোলা মেলা কথা বলায় তাদের পছন্দের তালিকায় প্রথম।