ঢাকারবিবার , ৩০ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সংকটজনক

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ৩০, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে উডল্যান্ডস হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে,
তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং দ্রুত সুস্থ করে তুলতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে সার্বিকভাবে তার শারীরিক অবস্থা এখনও সংকটজনক।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুদ্ধদেব বাবু স্থিতিশীল আছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
কেউ ডাকলে পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী সাড়াও দিচ্ছেন।
আকার-ইঙ্গিতের মাধ্যমে উত্তর দেওয়ারও চেষ্টা করছেন। সংকটজনক হলেও কিছু ভালো লক্ষণও দেখা দিয়েছে।
এখন আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকেন, সেদিকে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা।

চিকিৎসক কৌশিক চট্টোপাধ্যায় জানান, অবস্থা স্থিতিশীল হওয়ার জন্য ২৪ ঘণ্টা থেকে ৩৬ ঘণ্টা অপেক্ষা করা হচ্ছে।
তারপর প্রয়োজন বুঝে সিটিস্ক্যান করা হবে।

তিনি আরও জানিয়েছেন, বুদ্ধদেববাবুকে নিয়ে এখনও উদ্বেগ আছে।
ভেন্টিলেশন থেকে বের করে আনার পরও লড়াইটা জারি থাকবে।
আপাতত তার সংক্রমণ কমে কিনা, বাইরে থেকে অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটা, সেটা আগামিকাল বা পরশুর মধ্যে বোঝা যাবে।
সেইমতো ভেন্টিলেশন থেকে বের করে আনার চেষ্টা করা হবে।

তিনি বলেন, তার ফুসফুসের অবস্থা অত্যন্ত খারাপ। তবে হৃদপিণ্ড ভালো আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।