ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‘পাশ্চাত্যের প্রতিশ্রুত সবগুলো এফ-১৬ ধ্বংস করতে রাশিয়ার ২০ দিন লাগবে’

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ২, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্ববাসীর দৃষ্টি যখন গাজা যুদ্ধের দিকে সরে গেছে তখন ‘ইউক্রেন হেরে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেছেন, ফ্রন্ট লাইনে ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রসর হওয়ার বেশ কয়েকটি প্রচেষ্টা নস্যাত করে দেয়া হয়েছে। এর ফলে ইউক্রেনের সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা মনোবল হারিয়ে ফেলেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বুধবার মস্কোয় মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সর্বাত্মক পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ইউক্রেন ফ্রন্টলাইনে হেরে যাচ্ছে। রাশিয়ার সেনাবাহিনীর কার্যকর প্রতিরক্ষামূলক পদক্ষেপে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ছে।

শোইগু বিশেষভাবে রুশ বিমান বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, গত মাসে আকাশপথে ইউক্রেনের ১,৪০০ হামলার প্রচেষ্টা রুখে দিয়েছে রাশিয়ার বিমান বাহিনী। তারা এক মাসে ইউক্রেনের ৩৭টি যুদ্ধবিমান ও ছয়টি এটিএসিএমএস ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে তিনি দাবি করেন। ইউক্রেন সরকারের অনুরোধে মার্কিন সরকার গতমাসেই কিয়েভকে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের ভূপাতিত যুদ্ধবিমানের সঙ্গে পাশ্চাত্যের প্রতিশ্রুত এফ-১৬ যুদ্ধবিমানের তুলনা করেন। তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যে কয়টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে তার সবগুলিও যদি কিয়েভের হাতে আসে তারপরও তা ধ্বংস করতে রাশিয়ার মাত্র ২০ দিন সময় লাগবে। তিনি বলেন, একমাসে ইউক্রেনের যে সংখ্যক যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তার সঙ্গে তুলনা করে তিনি এ হিসাব কষেছেন। #

পার্সটুডে/এমএমআই/২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।