ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর ঘিরে ফেলেছে রুশ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আভদিভকা দখলের জন্য তাদের অভিযান জোরদার করছে, কয়েক সপ্তাহের লড়াইয়ের পর তারা সব দিক দিয়ে শহরটিকে ঘিরে ফেলেছে, সোমবার শহরের শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার সৈন্যরা ২১ মাস-ব্যাপী যুদ্ধে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের মধ্য দিয়ে তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু হিসাবে অক্টোবরের মাঝামাঝি থেকে আভদিভকা উপর স্থল ও আকাশ-ভিত্তিক আক্রমণ চালিয়ে আসছে। শহরের সামরিক প্রশাসনের প্রধান ভিটালি বারাবাস জানিয়েছেন, ‘ইউক্রেনীয় সৈন্যরা রুশ অগ্রযাত্রা ঠেকাতে চেষ্টা করছে। তবে যুদ্ধ আরও কঠিন হয়ে উঠেছে। কিছু সময়ের জন্য সংঘর্ষের তীব্রতা বাড়ছে।’

তিনি বলেন, ‘রাশিয়ানরা আরও দুটি সেক্টর খুলেছে যেখান থেকে তারা আক্রমণ শুরু করেছে – ডোনেটস্কের দিকে … এবং তথাকথিত শিল্প অঞ্চলে। শত্রুরা শহরটিকে সব দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে।’ বেশিরভাগ লড়াই হচ্ছে শিল্পাঞ্চল এবং কোকিং প্ল্যান্টকে কেন্দ্র করে।

সোমবার, রাশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে, মস্কোর সৈন্যরা শিল্প অঞ্চলের নিয়ন্ত্রণ সুরক্ষিত করেছে এবং কোকিং প্ল্যান্টও মুক্ত করার চেষ্টা করছে। সূত্র: রয়টার্স।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।