প্রচারণার সময় নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান কপি শর্মা অলিকে প্রকাশ্য রাস্তায় চড় মারার চেষ্টা করেছেন এক যুবক। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন নেপালের কোশি প্রদেশ পুলিশের ডিআইজি রাজেশনাথ বাস্তোলা।
পুলিশ জানায়, এ ঘটনার পর অভিযুক্ত যুবক মহেশ রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কোশি প্রদেশের ধনকুটা এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা কেপি শর্মা অলি। কর্মীরা যখন তাঁকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তখন এক যুবক এগিয়ে এসে আচমকা তাঁকে চড় মারার চেষ্টা করেন।
নেপালের কোশি প্রদেশের পুলিশ কর্মকর্তা রাজেশনাথ বাস্তোলা বলেন, হামলার চেষ্টার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি।
এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। তাতে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী ও সিপিএন-ইউএমএল কর্মীরা ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছেন।