ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা অতঃপর গ্রেফতার।

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ছবি: ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (সংগৃহীত)

হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর থানায় মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেন।

সভায় কাসেদ তার বক্তব্যের এক পর্যায়ে ‘স্বামীর দেশ ভারত থেকে মাদকদ্রব্য অবাধে বাংলাদেশে প্রবেশ করছে’ বলে বিদ্রুপাত্মক মন্তব্য করেন। এ সময় উপস্থিত অন্যরা এর প্রতিবাদ করলে হট্টগোলের সৃষ্টি হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।