ঢাকামঙ্গলবার , ১৫ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রভাবশালী‌দের কার‌নে কলাপাড়ায় অবৈধ খেয়া দিয়ে ইজারা আদায়ে বৈধ ইজারাদার ব্যাপক ক্ষতির সম্মুখীন।

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ  কলাপাড়ায় অবৈধভাবে
খেয়াঘাট সৃষ্টি করে ইজারা আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের
বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে ভুক্তভোগী ইজারাদার
জাহিদুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যপারে সত্যতা  যাছাইয়ের পর
৪০৭ নাম্বার স্বারকে একটি সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন ধানখালী
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: হামিদুল হক বাচ্চু।

দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, সরকারী ইজারাকৃত উত্তর
লালুয়া মধুপাড়া নামক খেয়া ঘাট দিয়ে পণ্য পাড়াপাড় না করে নিকটবর্তী ধোলাই
বাজার সংলগ্ন এলাকা দিয়ে ঘাট পরিচালনা করা হয়েছে। সরকারি রাজস্ব না দিয়ে
অবৈধ এই খেয়া ঘাট পরিচলনা করছেন প্রভাবশালী আতাহার তালুকদার, বাদল
হাওলাদারসহ আরো বেশ কয়েকজন। এসব প্রভাবশালী ব্যক্তিরা জমির ভাড়া হিসেবে
সাধারণের কাছ থেকে অর্থ আদায় করছেন। এছাড়া অবৈধভাবে ঘাট সৃষ্টি করে ভাড়া
আদায়ের ফলে ভবিষ্যতে ওই ঘাট ইজারা নিতে কেউ আগ্রহী হবেন না বলে সরকার
রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত আতাহার তালুকদার এ প্রতিবেদককে বলেন, আমার রেকর্ডীয়
জমিতে ঘাট তৈরি করে মালামাল পারাপার করি। সরকারি ভাবে কোন অনুমতি নেয়নি।
পায়রা বন্দর কৃর্তপক্ষের কাছে মালামাল পারাপারের লিখিত দরখাস্ত দিয়েছি।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক
সাংবাদিকদের বলেন, আমি তদন্ত প্রতিবেদন পেয়েছি। শীঘ্রই আইনগত পদক্ষেপ
নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।