চট্টগ্রামের ফটিকছড়িতে মঙ্গলবার অনুষ্ঠিত সুয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে” নৌকা প্রতীক” নিয়ে বিজয়ী চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন আজ (বুধবার) দুপুরে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে ফুলের মালা পড়িয়ে সন্মাননা দিয়েছেন। একই সাথে তিনি(জয়নাল) উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, সিনিয়ার সভাপতি ইউনুস মিয়া,জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, তরিকতের নাজিরহাট পৌরসভার আহবায়ক শাহ জালাল, দৌলত শওকত, সাংসদের প্রেস সেক্রেটারী নাঈম শাহ, সাইফুল ইসলাম সোহান,আনোয়ার হোসেন ফরিদ, নাজিম উদ্দীন, ওমর ফয়সল, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।