চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফের রাস্তার মাথায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার রাত ১০টার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস আসলেও ততক্ষণে ১০টি দোকান পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩৫ লক্ষাধিক টাকা।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো- সাবলুর হার্ডওয়ারের দোকান, ইসমাইলের ডেকোরেশন দোকান, ইয়াছিনের নার্সারি, পিন্টুর ফার্মেসি, মাহাবুবের সাউন্ড সিস্টেম, শরিফের সেলুন, পারভেজের মোবাইলের দোকান এবং এরশাদের সারের দোকান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।