ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে গণগ্রেফতার নিয়ে আবারো জাতিসংঘের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতারসহ বাংলাদেশের সাধারণ পরিবেশে নিয়ে আবারো উদ্বেগের কথা জানিয়েছে জাতিসঙ্ঘ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জাতিসঙ্ঘ সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান।

ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে একজন সাংবাদিক ডুজারিককে প্রশ্ন করেন, ‘বাংলাদেশের সরকার সহিংসতা বন্ধে মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং অতিরিক্ত শক্তিপ্রয়োগ করছে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, জাতিসঙ্ঘ অকেজো এবং কিছু ভালো কথা বলা ছাড়া পৃথিবীতে তাদের অন্য কোনো ভূমিকা নেই। বিরোধী দলগুলোর আট হাজার নেতাকর্মীকে পুলিশের হেফাজতে নেয়া ও বিভিন্ন স্থানে পুলিশের হাতে নিহত ব্যক্তিদের বিষয়ে আপনাদের অবস্থান কি?’ এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আসলে, আমি বুঝাতে চাইছি, জাতিসঙ্ঘের সমালোচনা নতুন নয় এবং বিভিন্ন সময়ে এটা হয়েছে। আপনার (প্রশ্ন করা সাংবাদিক) কাছে আমার প্রশ্ন হলো, আপনি সর্বদা জাতিসঙ্ঘের কোন অংশের কথা উল্লেখ করছেন। বাংলাদেশের অবস্থা প্রসঙ্গে গত সপ্তাহে আমি যা বলেছি সেটির পুনরাবৃত্তি করতে চাই, এর বেশি নয়, সেখানকার গণগ্রেফতার ও সাধারণ পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন।’

এর আগে আসন্ন নির্বাচনকে ঘিরে জাতিসঙ্ঘ বাংলাদেশে নির্বিচারে গ্রেফতার, হয়রানি ও সহিংসতা দেখতে চায় না বলে জানিয়েছিল সংস্থাটি। এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন বলেও চলতি নভেম্বরের শুরুতে জানিয়ে দেয় জাতিসঙ্ঘ। এদিকে গতকাল যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাংলাদেশে নির্বাচনী পরিবেশ রয়েছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। একইসাথে বাংলাদেশের যেকোনো সহিংসতার ঘটনাকে গুরুত্বসহ দেখে বিশ্বের ক্ষমতাধর দেশটি।

সোমবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ তথ্য জানান।বেদান্ত প্যাটেল বলেন, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ- এবং আপনি আমাকে অনেকবারই এটা বলতে শুনেছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। একটি দলের বিপরীতে আমরা আলাদা করে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। এই মুহূর্তে আমাদের মনোযোগ হচ্ছে- আগামী জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা। এছাড়া বাংলাদেশী জনগণের সুবিধার জন্য একসাথে কাজ করার আহ্বান জানাতে বাংলাদেশের সরকারের পাশাপাশি বিরোধী দলের নেতাদের সাথে, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সাথেও যথাযথভাবে সম্পৃক্ত থাকার কাজ অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।