আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের মুখোমুখি হওয়ার পথে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সিবিএসের নতুন জরিপে দ্বিতীয় মেয়াদের জন্য এই দুজনের মধ্যে ট্রাম্পকেই ফিট মনে করছেন ভোটাররা।
জরিপটি করা হয় ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এর ফল প্রকাশের পর দেখা গেছে, বয়সের কারণে বাইডেনের ওপর ভরসা করতে পারছেন না অংশগ্রহণকারীরা।
সম্ভাব্য ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছে, বাইডেন ও ট্রাম্পের মধ্যে কাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে পছন্দ।
৫০ শতাংশের ভোট পড়েছে ট্রাম্পের পক্ষে, আর বাইডেন এক শতাংশে পিছিয়ে পড়েছেন।
রেজিস্টার্ড ভোটারদের কাছে প্রশ্ন করা হয়, নির্বাচিত হলে কে ফুল টার্ম শেষ করবেন বলে মনে করেন।
জবাবে ৫৫ শতাংশ ট্রাম্পের পক্ষে বলেছেন, আর ৩৪ শতাংশ ভোট দিয়েছেন বাইডেনকে।
৪৪ শতাংশ মনে করেন, দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাইডেন অফিস ছেড়ে দেবেন। ট্রাম্পের ক্ষেত্রে এমন মনে করেন ১৬ শতাংশ।
প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য ট্রাম্প শারীরিকভাবে সুস্থ আছেন বলে মনে করেন ৪৩ শতাংশ মানুষ।
বাইডেনের পক্ষে এই ভোট পড়েছে কেবল ১৬ শতাংশ। ২৯ শতাংশ অবশ্য বলেছেন, দুজনের কেউই ফিট নন।
মানসিক ও বুদ্ধিবৃত্তিক স্বাস্থ্যও বাইডেনের চেয়ে ট্রাম্পের ভালো বলে মনে করেন ৪৪ শতাংশ। ঠিক উল্টোটি ভাবেন ২৬ শতাংশ মানুষ।
দুই জনের নেতৃত্বের ধরন কেমন-তাও জানতে চাওয়া হয় জরিপে অংশগ্রহণকারীদের।
বাইডেনের নেতৃত্ব ধীরস্থির, অনুমানযোগ্য, সহনশীল, যত্নশীল ও ননসেন্স নয় বলে মনে করেন ৬৩, ৬১, ৫৭, ৫০ ও ৩৫ শতাংশ।
ট্রাম্পের নেতৃত্বের ধরন উসকানিমূলক, কঠোর, কর্মশক্তিপূর্ণ, ননসেন্স নয় ও বিনোদনমূলক বলে মনে করেন ৭১, ৬৭, ৬৫, ৫৫ ও ৫৫ শতাংশ।
৬৪ শতাংশ মনে করেন, এই দুজন ফের প্রেসিডেন্ট পদের জন্য মুখোমুখি হওয়া মানে রাজনৈতিক সিস্টেমে ফাটল ধরা।
রিপাবলিকান প্রাইমারির প্রার্থীদের অনেক আগেই বহু পেছনে ফেলেছেন ট্রাম্প।
নানা আইনি জটিলতায় জড়ালেও লাল শিবিরের ভোটারদের পছন্দের তালিকায় তিনিই শীর্ষে।
অন্য দিকে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে যুতসই কোনো বিকল্প না থাকায় ভোটাররা না চাইলেও বাইডেনকেই প্রার্থী হিসেবে দেখতে হবে বলে মনে হচ্ছে।