ঢাকাসোমবার , ৭ নভেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

আজ সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একসরা গ্রামের মনির উদ্দিন সানার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম বলেন, সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভাধীন খারদ্বার এলাকা থেকে আব্দুর ছত্তার নামে একজনকে আটক করে ডিবি পুলিশ। তার কাছ থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রাখা ২১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ছত্তার দীর্ঘদিন যাবত সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে হরিণ শিকার করে বিভিন্ন স্থানে মাংস বিক্রয় করে আসছে। সে সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য ও পেশাদার হরিণ শিকারী। আঃ ছত্তারের বিরুদ্ধে এর আগেও বাগেরহাট থানায় বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইনে মামলা রয়েছে। মামলা দায়েরপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।