বরিশালের বানারীপাড়ায় অবাধে চলছে আত্মগাতি (কোপা) নামের অবৈধ যান্ত্রিক মেশিনের মাধ্যমে খাল,বিল,ডোবা ও নালা থেকে বালু উত্তালনের মহোৎসব।
যারফলে বালু উত্তোলন কৃত এলাকার ঘর বসতি এবং ফসলি জমি দেবে যাবার উপক্রম হয়েছে। ভূক্তভোগীরা জানান এ বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও তারা কোন প্রকার প্রতিকার পাচ্ছেন না।
অভিযোগ পেয়ে বুধবার (৭অক্টোবর) দুপুরে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেতলা গ্রামের গাজী বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় গেলে দেখা যায় অবৈধ আত্মগাতি নামক মেশিন দিয়ে নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়দের কাছ থেকে জানাগেছে ওই বালু উত্তোলন করা আত্মগাতি মেশিনের মালিক আঁখি নামের একজন ভদ্র মহিলা।
স্থানীয়রা প্রশ্ন করেণ বানীপাড়ার সন্ধ্যা নদীর বালু উত্তোলন বন্ধ থাকলেও ওই ভদ্র মহিলা আঁখি কোন এক অদৃশ্য ছাঁয়ার সমর্থন নিয়ে বীর দর্পে তার অবৈধ কার্যক্রম (কোপা মেশিন দিয়ে বালু উত্তোলন) চালিয়েই যাচ্ছেন।
ভূক্তভোগীরা আরও জানান উপজেলার সব জায়গায় সরকারি আইন চললেও অবৈধ ভাবে বালু উত্তোলনের ক্ষেত্রে ওই স্থানে চলে আঁখির আইন। সে যেন কাউকেই পরোয়া করেনা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।