ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় সরকারি খাল ও পুকুর দখলের অভিযোগ।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।
নভেম্বর ২, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের বানারীপাড়া পৌরসভায় জলাধার আইনকে উপেক্ষা করে সরকারি পুকুর ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখাগেছে প্রাকৃতিক বা কৃত্রিম কারণে নয় বরং সরকারি খালের পাশে থাকা ব্যক্তি মালিকানা জমির মালিকরা তাদের সম্পত্তির পরিধি বাড়াতে গিয়ে খাল গুলোকে অস্তিত্বহীন করে তুলেছে। অতিবৃষ্টি বা অতি পানি প্রবাহে সৃষ্ট বন্যার পানির ধারণ ক্ষমতাও হারিয়ে ফেলেছে খাল গুলো। জলাধার আইনানুযায়ী ব্যক্তিগত পুকুর হলেও তা ভরাট না করার বিধান রয়েছে। এ অবস্থায় বানারীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের একটি পুকুর ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই পুকুরটি সরকারি বলে স্থানীয় অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। এদিকে ওই স্থানে পুকুর না থাকলেও ভরাট হতে যাওয়া জলাশয়টি সরকারি বলে জানাগেছে। ইতোমধ্যেই ওই স্থানে অনেকে ঘর তুলে অবৈধভাবে দখল করেছেন। অপরদিকে বানারীপাড়া পৌরসভার মধ্যে থাকা অধিকাংশ সরকারি খাল দখল হয়ে যাওয়া ও ব্যক্তিমালিকানাধীন শতাধিক পুকুর ভরাট করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গোটা পৌরবাসীকে। এক পশলা বৃষ্টি ও বন্যার পানি উঠলে তা নামতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি এডিশ মশার সৃষ্টি হচ্ছে এবং নষ্ট হচ্ছে পরিবেশ। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, অবৈধভাবে ওই পুকুর যদি কেউ ভরাট করে স্থাপনা নির্মাণ করে থাকে তবে তা উচ্ছেদ করা হবে। উচ্ছেদ করার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।