ঢাকাবুধবার , ২ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় সেই প্রাইভেট শিক্ষক ও ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বানারীপাড়া প্রতিনিধিঃ ছাত্রীকে নিয়ে উধাও হওয়া সেই প্রাইভেট শিক্ষককে আটক করেছে বরিশালের বানারীপাড়া থানা পুলিশ। এর আগে ৩১ মে সকালে ওই ছাত্রীর বাবা মনির হোসেন বাদী হয়ে থানায় মেয়েকে নিয়ে প্রাইভেট শিক্ষক আব্দুর রহিম উধাও হওয়ার অভিযোগ করেন।

এর পরেই তৎপর হয় থানা পুলিশ। তবে এর মধ্যেই ওই ছাত্রী তার বাবাকে মুঠোফোনে জানায় তারা বানারীপাড়ায় টিএন্ডটি মোড়ে আসছে। পরে ওখানে সিভিলে পুলিশ মোতায়ন করা হয়। মেয়ের বাবাও তখন সেখানে ছিলেন। স্কুল শিক্ষক আঃ র‌হিম ও সেই ছাত্রী নির্ধারিত স্থানে আসা মাত্রই স্কুল শিক্ষক‌কে আটক ও ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

ওই ছাত্রী উত্তরকুল মাধ্যমমিক বিদ্যাললয়ের নবম শ্রেণীতে অধ্যায়নরত। স্কুল শিক্ষক আঃ র‌হিম ২৯ মে দুপুরে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে নি‌য়ে পালিয়ে যায়।

জানা যায়, ধৃত স্কুল র‌হি‌মের শিক্ষ‌কের স্ত্রী ও একটি ৭ বছরের ছেলে রয়েছে বলে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়ার পাশাপাশি বিষয়টি মুখরোচক আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়ায়।

জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মকবুল বেপারীর ছেলে আঃ রহিম এলাকার ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। স্থানীয় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রী (১৪) তার কাছে প্রাইভেট পড়তেন। এ ঘটনায় অপহরণ এবং শিশু ও নারী নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে রহিম প্রাইভেট পড়ানোর পাশাপাশি একটি ইনসিওরেন্স কোম্পানিতে মাঠ কর্মীর চাকরি করতেন। এই সুবাধে এলাকার অনেক লোকের কাছ থেকে পলিসি জমা নিয়েছিলেন। তবে পলিসির মেয়াদ শেষ হলেও গ্রাহকদের রহিম তার ইচ্ছামতো হয়রানী করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।