হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল সমর্থকদের হামলায় এক আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত হয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আব্দুর শহিদ ওই গ্রামের বাসিন্দা ও আর্জেন্টিনা সমর্থক রুকন মিয়ার বাবা।
নিহতের স্বজনেরা জানান, শুক্রবার রাতে খেলা নিয়ে ব্রাজিল সমর্থক মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক রুকন মিয়ার মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে বেলা ১২টার দিকে আর্জেন্টিনার সমর্থক রুকন মিয়ার বাবা শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে ওই গ্রামের ব্রাজিল সমর্থক আতর আলী ও ফজর আলীসহ একদল লোক তাকে মারধোর করে।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।