ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির হরতালের সমর্থনে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন জায়গায় সড়কে ঝটিকা মিছিল ও পিকেটিং হয়েছে; যানবাহনে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) সকালে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
এর আগে রবিবার রাতে খাগড়াছড়িতে মাটিরাঙার বাইল্যাছড়িতে গ্রীনল্যান্ড ও ঈগল পরিবহনের দু’টি গাড়ি পিকেটারদের কয়েক দফা হামলার শিকার হয়। এতে গাড়ির চালকসহ কয়েক যাত্রী আহত হয়।

মানিকছড়ির গোদার পার এলাকায়ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া, জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে সড়কে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে, পিকেটিং করে। পুলিশ ধাওয়া দিয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডের পাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া, জেলা শহরের বেউথা আঞ্চলিক সড়কে ঝটিকা মিছিল করে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির নেতৃত্বে মিছিলে বিএনপি ও ছাত্রদলের কর্মীরা অংশ নেন। এদিকে, বগুড়া শহরের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এ সময় সেখানে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। অন্যদিকে, হরতালের সমর্থনে ফুলবাড়ি কলেজ বটতলায় ও ঠনঠনিয়া এলাকায় বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ হয়েছে। ভোরে নাটোরের সিংড়ার শেরকুল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।