ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুন ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিচার চাইলেন বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের সব্বোর্চ আদালতে দাঁড়িয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বিরুদ্ধে তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করার অভিযোগ করেছেন হাইকোর্ট বিভাগে দীর্ঘদিন বিচারকের দায়িত্ব পালন করে আসা অবসরে যাওয়া বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে বিদ্যুৎ বিল সংক্রান্ত মামলার শুনানিতে এ অভিযোগ করেন তিনি।
বিচারপতি আব্দুর রহমান বলেন, আমরা নিয়মিত বিল ও বকেয়া বিদ্যুৎ বিলের পৃথক পৃথক হিসাব চেয়েছি। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি এভাবে হিসাব দিতে কিছুতেই রাজি না। তারা অসৌজন্যমূলক আচরণ করেছে। আপনারা শুনলেও আশ্চর্য হবেন।

তখন পল্লী বিদ্যুৎ বোর্ডের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসাইন বলেন, এভাবে আলাদাভাবে বিদ্যুৎ বিলের হিসাব দেয়ার সুযোগ নেই। স্বয়ংক্রিয়ভাবে বকেয়া বিলের সঙ্গে নিয়মিত যোগ হয়।

আইনজীবী জানান, মেঘনা ভিলেজের কাছে বর্তমান পাওয়া ১১ লাখ টাকা। এসময় আপিল বিভাগ বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের কাছে জানতে চান প্রতি মাসে কত টাকা করে পরিশোধ করতে পারবেন। তিনি বলেন, ৩ লাখ টাকা করে পরিশোধ করব। তখন আপিল বিভাগ প্রতিমাসে ৩ লাখ টাকা করে কিস্তিতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়ায় বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের মালিকানাধীন মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ বিদ্যুৎ সংযোগ কেটে দেয়।

পরে হাইকোর্টে রিট করে মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট। গত ১৩ মার্চ হাইকোর্ট কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-৩ এর সিদ্ধান্ত স্থগিত করেন এবং মেঘনা ভিলেজে বিদ্যুৎ সংযোগ দিতে নির্দেশ দেন।

আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসাইন বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ থাকার কারণে আমরা বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে পারছিলাম না। এ কারণে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করি। আপিল বিভাগ আজ স্থগিতাদেশ প্রত্যাহার করে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন। একইসঙ্গে প্রতিমাসে ৩ লাখ টাকা করে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।