ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিদুৎ অফিসে ঘুষের অর্থ লেনদেনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঘুষের অর্থ লেনদেনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্হানীয় সাংবাদ মাধ্যমে প্রচার এর পর পাবনা পল্লী বিদুৎ সমিতি- ১ দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম সাজ্জাদুর রহমানকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ময়মনসিংহ তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে এ আদেশ দেয়া হয়েছে।
ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, দাশুড়িয়া এলাকার আনিছুর রহমান হামজার ছেলে আমিনুল রানা গত ১৪ সেপ্টেম্বর নিজের জরুরি প্রয়োজনে নতুন বিদুৎ সংযোগ নেওয়ার জন্য পাবনা পল্লী বিদুৎ সমিতি-১ এর দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম এর কাছে যান। সে সময় ডিজিএম সাজ্জাদুর রহমান তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। রানা ডিজিএম এর দাবিকৃত ৫০ হাজার টাকা পকেট থেকে বের করে দেওয়ার সময় তার অপর সহযোগী দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করতে থাকে। তাৎক্ষণিক বিষয়টি ডিজিএম বুঝতে পেরে ঘুষের টাকা ফেরত দিয়ে উল্টো ভুক্তভোগীদের ঘুষ দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ তোলেন এবং তাদের রুম থেকে বের করে দেন।

পরবর্তীতে ডিজিএম সাজ্জাদুর রহমান, রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ১টি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের পর ঘুষ গ্রহণে ছবিসহ বিস্তারিত সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হলে রবিবার (১৮ সেপ্টেম্বর) পল্লী বিদ্যুতায়ন বোর্ড ডিজিএম সাজ্জাদুর রহমানকে চাকুরি থেকে সাময়িক বহিষ্কার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।