ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিধি-বহির্ভূত কর্মকা‌ন্ডের কার‌নে বেতন কমলো পু‌লিশ সুপা‌রের

অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৩ ৭:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিধি-বহির্ভূতভাবে বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে তা দখলে নেওয়ার চেষ্টা করায় একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে সাজা দেওয়া হয়েছে।

তাঁকে তিন বছরের জন্য ‘নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ’ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি গতকাল বুধবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী এসবির বিশেষ পুলিশ সুপারের দায়িত্বে থাকাকালে ওই কাণ্ড ঘটান।

গত ৩১ জুলাই জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রহিম শাহ চৌধুরী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাজশাহীর বালিয়াপুকুর দেবীসিংপাড়ার জার্মিনেট প্লাজায় বেসরকারি প্রতিষ্ঠান ‘মমতা নার্সিং ইনস্টিটিউট’ পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকারি কর্মচারী আচরণবিধিমালা ভঙ্গ করেছেন।

একই সঙ্গে চেয়ারম্যান ও ভবন মালিক হিসেবে ৩০ শতাংশ অংশীদার দাবি করা, মমতা নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে মতপার্থক্য তৈরি করা ও তা দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

প্রতিষ্ঠানটির সদস্যদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাঁকে কারণ দর্শানো হয়। ব্যক্তিগত শুনানির পর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।

প্রসঙ্গত ‌উল্লেখ্য যে, আগে ২০২০ সালের ১৩ মার্চ চুরির দায় দিয়ে ফরিদ মিয়া নামে এক পরিচ্ছন্ন কর্মীকে পাশবিক ও অমানবিক নির্যাতনের গুরুতর অভিযোগ ওঠে পিটিসির এসপি আব্দুর রহিম শাহ চৌধুরীর বিরুদ্ধে।
এক লাখ টাকা চুরিতে জড়িত সন্দেহে এক পরিচ্ছন্ন কর্মীকে নির্যাতন এবং জোর পূর্বক টাকা আদায়ের ঘটনায় পুলিশ সুপার (এসপি) মো. আব্দুর রহিম শাহ চৌধুরী ‘তিরস্কার’ দণ্ড দিয়েছে সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।