ঢাকাসোমবার , ৭ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বৃ‌ষ্টি‌তে ভি‌জে পা‌নিব‌ন্দি দ‌রিদ্রদের খাবার বিতরন কাউ‌ন্সিলর হু‌রে আরা বেগম বিউ‌টি’র।

নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২১ ৪:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্র‌তি‌নি‌ধিঃ গতকা‌ল সকাল থে‌কে মুষলধা‌রে বৃ‌ষ্টি‌তে চট্টগ্রা‌মের প্র‌তি‌টি নিম্নাঞ্চল প্লা‌বিত হয়। অ‌তিবৃ‌ষ্টি‌তে পা‌নিব‌ন্দি বা‌সিন্দা‌দের অবর্ণনীয় কষ্ট যেন সেই চির‌চেনা চট্টগ্রাম। নগরীর উত্তর হা‌লিশহর ২৬ নং ওয়ার্ড এলাকায় অ‌তিবৃ‌ষ্টি‌তে অবর্ণনীয় জলাবদ্ধতার থে‌কে বাদ যায়নি। এলাকায় হঠাৎ জলাবদ্ধতায় দ‌রিদ্র জনজীবন প‌রে চরম দু‌র্ভোগ‌ে। এ অবস্থায় ভারী বর্ষ‌ন ও হাঁটু সমান পা‌নির ম‌ধ্যেই নিজ কর্মীবা‌হিনী নি‌য়ে রাস্তায় নে‌মে প‌ড়েন নগরীর সংরক্ষিত আসন -১০, চসিক ওয়ার্ড নাম্বার ১১, ২৫, ২৬ এর মহিলা কাউ‌ন্সিলর হুরে আরা বেগম বিউটি।

প্রবল বর্ষ‌নের ম‌ধ্যে উত্তর হা‌লিশহর ২৬ নং ওয়ার্ড এর বি-ব্লক সহ সমগ্র এলাকার পা‌নিব‌ন্দি দ‌রিদ্র শ্রেণীর জনগ‌নের খবরাখব‌রের জন্য প্র‌ত্যে‌কের দড়জায় যে‌য়ে খবরাখবর নি‌তে শুরু ক‌রেন কাউ‌ন্সিলর হু‌রে আরা বেগম বিউ‌টি ।

টানা বৃ‌ষ্টি‌তে পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়েন ক‌য়েকশ ব‌স্তিবাসী প‌রিবার। সাধারন দিনমজুর, রিক্সাচালক কর্মহীন হ‌য়ে প‌ড়েন। এ অবস্থায় ম‌হিলা কাউ‌ন্সিলর ‘হুরে আরা বেগম বিউটি’ ব্য‌ক্তিগত উদ্দ্যো‌গে খাবার রান্না ক‌রে পা‌নি ব‌ন্দি দ‌রিদ্র ব‌স্তিবাসী থে‌কে শুরু ক‌রে রাস্তায় উপার্জনহীন রিক্সাচালক ও দ‌রিদ্র মানুষ‌দের নিজ হা‌তে খাবার বিতরন ক‌রেন ভারী বর্ষনের ম‌ধ্যে।

কাউ‌ন্সিলর ম‌হোদ‌য়ের এমন কার্যকলা‌পে অ‌নেকটাই আবেগপ্রবণ হ‌য়ে প‌ড়ের ব‌স্তিবাসী খু‌দেজা আক্তার। তার ঘ‌রের ভিতর হাঁট‌ু সমান পা‌নি‌তে প‌রিবা‌রের ৫ জন সদস্য নি‌য়ে সীমাহীন ক‌ষ্টের ম‌ধ্যে প‌ড়েন এ কর্ম‌জী‌বি ম‌হিলা। তি‌নি ব‌লেন, ভাব‌তে পা‌রি নাই কাউ‌ন্সিলর আপা এমন বৃ‌ষ্টি ও পা‌নির ম‌ধ্যে নি‌জে এসে আমা‌দের খবরাখবর নে‌বেন, খাবার দি‌য়ে যা‌বেন। আল্লাহ্ উনার অ‌নেক ভা‌লো কর‌বেন।

এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব শ‌হিদুল ইসলাম ব‌লেন, এমন দুর্যোগে যখন প্রায় সব নেতা, জনপ্র‌তি‌নি‌ধিরা নি‌জের ঘ‌রের ভেতর ব‌সে বারান্দায় বৃ‌ষ্টির দৃশ্য উপ‌ভোগ কর‌ছেন, ফেসবু‌কে বৃ‌ষ্টির দি‌নের খাবা‌রের ম্যানু ভুনা খিচু‌ড়ির ছ‌বি দি‌য়ে পোষ্ট দিচ্ছেন তখন আমা‌দের ২৬ নং ওয়‌া‌র্ডের ম‌হিলা কাউ‌ন্সিলর এমন দু‌র্যো‌গে স্বশরী‌রে পা‌নি ব‌ন্দি দ‌রিদ্র ব‌স্তিবাসী‌দের দড়জায় দড়জায় গি‌য়ে নি‌জে রান্না ক‌রে খাবার দি‌য়ে আস‌ছেন তা অবশ্যই প্রশংসার দাবীদার এবং যোগ্য জনপ্র‌তি‌নি‌ধিরই প্র‌তিরূপ।

এসময় ম‌হিলা কাউ‌ন্সিলর এলাকার যেসব স্থা‌নে জলাবদ্ধতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে তা দুর কর‌তে তাৎক্ষ‌নিক ব্যবস্থা গ্রহন ক‌রেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।