ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীকে অপহরণ করে টাকা আদায়ে পুলিশের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২২ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

পুরান ঢাকার এক ব্যবসায়ীকে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার পুলিশের তিন সদস্যসহ ছয়জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত কনস্টেবল মুনশি আবদুর রহমান ও শেখ ফরিদ এবং সুনামগঞ্জে কর্মরত নাজমুল হোসেন এবং গোপালগঞ্জের জুবায়ের শিকদার, বরিশালের আমিন খান ও শরীয়তপুরের বোরহান উদ্দিন শিকদার। পুলিশ সদস্যদের চার দিনের এবং বাকিদের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ডিবিপ্রধান ডিআইজি হারুন-অর রশিদ জানান, গত বুধবার রাতে ডিবি তাদের গ্রেফতার করে। বর্তমানে তিন কনস্টেবলসহ ছয়জনই ডিবি হেফাজতে রয়েছে।

জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা ভুয়া সিআইডি পরিচয়ে মোহাম্মদ মাহবুব আলী নামে এক ব্যক্তিকে ধানমন্ডি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে নির্যাতন করে ৩ লাখ ২৮ হাজার ৮৬০ টাকা আদায় করে। এ ঘটনায় বাদী হয়ে গত ৮ নভেম্বর ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার তদন্তভার পেয়েছে ডিবি। এই অপহরণ ও অর্থ আদায়ের সঙ্গে পুলিশের তিন কনস্টেবলের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।