ফিলিস্তিন ইস্যুতে নতুন ভিসানীতি ঘোষণা করলো যুক্তরাষ্ট্র। এবার অধিকৃত পশ্চিম তীরে হামলার কারণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এই ভিসানীতি ঘোষণা করা হয়।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এক বিবৃতিতে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন ‘উগ্রপন্থী বসতি স্থাপনকারী যারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস আক্রমণ করেছে, তাদের ওপর এটি কার্যকর হবে’।
শীর্ষ এই কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার’ সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি বা যারা বেসামরিক নাগরিকদের ‘প্রয়োজনীয় পরিষেবা এবং মৌলিক প্রয়োজনগুলো গ্রহণ করতে অযৌক্তিকভাবে বাধা দেবে, তাদেরকে এই ভিসানীতির আওতায় নিয়ে আসা হবে।
এছাড়া তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
ভিসানীতি নিয়ে নিজের এক্সে (পূর্বের টুইটার) একটি পোস্ট করেছেন ব্লিঙ্কেন। যেখানে তিনি লিখেছেন, ‘আজ আমি পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন কাজে জড়িত বা অর্থপূর্ণভাবে অবদান রাখা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করছি’।
ওই বিবৃতিতে ব্লিঙ্কেন বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের প্রতি সহিংসতা বন্ধ করার জন্য যথেষ্ট কাজ করছে না ইসরাইল। যার ফলে যুদ্ধ বেড়েছে বলে দাবি করেছে অধিকার গোষ্ঠীগুলো।
এ সময় তিনি আরও বলেন, ওয়াশিংটন ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ‘এনগেজ’ থাকবে। যাতে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি হামলা বন্ধ করতে একটি পরিষ্কার অবস্থান তৈরি করা যায়