একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যা ব। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নজরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যা বের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, নজরুল ইসলাম মোহাম্মদপুরে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জামায়াতের সাবেক আমির নজরুল ইসলাম ছাড়াও দলটির সাবেক নেতা রেজাউল করিম মন্টু ও মো. শহিদ মণ্ডলকে গত ৩১ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে আটক, হত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হয়েছে।
নজরুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সাবেক আমির।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।