ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন ও ইসরাইলি ব্রান্ডের পণ্য বর্জন করবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ৮, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের জনগণ ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন ব্রান্ডের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের মাসব্যাপী নিকৃষ্টতম বর্বরতা ও ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এই ঘোষণা দিয়েছে দেশটির জনগণ।

গাজায় ইসরাইলের এই যুদ্ধপরাধের কারণে পাকিস্তানি জনগণের অনুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে এবং তারা মার্কিন ও ইসরাইলি পণ্য ব্যবহারের বিষয়ে বিরূপ মনোভাব পোষণ করছে।

ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিজা হাট, কোক, পেপসি এবং আরো কিছু জনপ্রিয় আন্তর্জাতিক ব্র্যান্ড বয়কটের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছেন পাকিস্তানের প্রভাবশালী এবং জনপ্রিয় ব্যক্তিত্বরা। তারা নিজেদের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মানুষকে ইসরাইলি ও মার্কিনি ব্রান্ডের পণ্য কেনা থেকে বিরত থাকতে অনুরোধ করছেন। এছাড়া, যেসব সংস্থাকে ইসরাইল এবং আমেরিকার সমর্থক হিসাবে দেখা হয় তাদের থেকেও পণ্য না কেনার আহ্বান জানাচ্ছেন জনপ্রিয় ব্যক্তিত্বরা।

গাজা যুদ্ধ পাকিস্তানিদেরকে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করে তুলেছে। তারা এই কোম্পানিগুলোকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতা ও দুর্ভোগের সাথে জড়িত বলে মনে করছেন। তারা বলছেন, ইসরাইলের এই বর্বরতা ও নির্মম গণহত্যার বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এরইমধ্যে পাকিস্তানে ইসরাইলি কোম্পানিগুলোর পণ্য বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।#

পার্সটুডে/এসআইবি/৮

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।