ঢাকাবৃহস্পতিবার , ২৯ জুন ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন প্রযুক্তি ব্যবহার করেই আমেরিকার উপর নজরদারি চীনের

আন্তর্জা‌তিক ডেস্ক
জুন ২৯, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মাসকয়েক আগের কথা। আমেরিকার আকাশে দেখা গিয়েছিল চীনের ‘গুপ্তচর’ বেলুন।
সেই বেলুনকে গুলি করে নামানো হয়।
এবার জানা গেল, সেই চীনা বেলুন মার্কিন প্রযুক্তি ব্যবহার করেই আমেরিকার উপরে
নজরদারি চালাতে চেষ্টা করেছিল বেলুনটি।
বুধবারই এক মার্কিন রিপোর্টে এমনটা জানানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থা তদন্তে নেমে জানতে পেরেছে,
ওই বেলুনে বাণিজ্যিক মার্কিন গিয়ার ব্যবহার করা হয়েছিল।
পাশাপাশি চীনা সেন্সর ও অন্যান্য যন্ত্রও অবশ্য ছিল সেখানে।
উদ্দেশ্য ছিল ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য চিনে পাঠানো।
সেই উদ্দেশ্যে আলাস্কা, কানাডা ও আমেরিকার কয়েকটি প্রদেশের উপর দিয়ে ৮ দিন ধরে উড়েছিল বেলুনটি।
মার্কিন সেনাঘাঁটির উপর দিয়ে উড়তে দেখা গিয়েছিল বেলুনটিকে।
যা গুলি করে ধ্বংস করেছিল আমেরিকা। শুরু হয়েছিল কূটনৈতিক তরজা।

বেইজিংয়ের তরফে বিবৃতি জারি করে এহেন আচরণের কড়া নিন্দা করা হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়,
“বেসামরিক এয়ারক্রাফটকে গুলি করে নামানো নিঃসন্দেহে বাড়াবাড়ি।
আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে আমেরিকা।”

বেইজিংয়ের দাবি ছিল, হাওয়ার কারণে দিক পরিবর্তন করে অন্যত্র চলে গিয়েছে বেলুন।
নিছক আবহাওয়ার নজরদারির জন্যই সেটিকে আকাশো ওড়ানো হয়েছিল।
কিন্তু সেই দাবি নস্যাৎ করেছিল আমেরিকা।
এবার নতুন রিপোর্টে ফের চীনের দাবিকে নাকচ করে গুপ্তচর বৃত্তির অভিযোগের
সপক্ষে নতুন দাবি করল হোয়াইট হাউস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।