নাটোরের বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের বের করা মিছিলে না যাওয়ায় বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী জুয়েল রানা, শহিদুল ইসলাম ও ইমনকে কান ধরে উঠবস করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগ সভাপতি শিপন আহমেদ ও তার অনুসারীদের বিরুদ্ধে।
নবাগত শিক্ষার্থীদের সামনে তিনজনকে শ্রেণিকক্ষের মধ্যে পাঁচবার কান ধরে উঠবস করানোর পর ঠিকমতো কান না ধরায় ইমনকে আরও পাঁচবার কান ধরে উঠবস করতে বাধ্য করা হয়।
নতুন করে ঝামেলায় পড়ার ভয়ে এসব বিষয়ে কোনও অভিযোগ করেননি নির্যাতিত এসব শিক্ষার্থী।
কলেজের শিক্ষার্থীরা জানায়, রোববার বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান হয়।
সেদিন নতুন এসব শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করে কলেজ ছাত্রলীগ।
মিছিলে সাধারণ ছাত্রদের বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের মিছিলে নিয়ে যাওয়া হয়।
এ সময় কলেজের বিজ্ঞান বিভাগের রসায়ন ক্লাস চলায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মিছিলে যেতে পারেনি।
মিছিল শেষে কলেজ ছাত্রলীগ সভাপতি শিপন আহমেদ ও তার অনুসারীরা এসে শ্রেণি কক্ষে কলেজের বিজ্ঞান
বিভাগের তিন শিক্ষার্থী জুয়েল রানা, শহিদুল ইসলাম
ও ইমনকে বসে থাকতে দেখে মিছিলে না যাওয়ার কারণ জানতে চায়।
তিন শিক্ষার্থী ক্লাস থাকায় মিছিলে না যেতে পেরে তাদের কাছে ক্ষমা চায়।
এ সময় কলেজ ছাত্রলীগ সভাপতি শিপন আহমেদ ও
তার অনুসারীরা ক্ষমা না করে তাদের পাঁচবার করে কান ধরে উঠবোস করায়।
অসংখ্য নবাগত শিক্ষার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কেউ কোন প্রতিবাদ করার সাহস পায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী জুয়েল রানা বলেন, সে দিনের বিষয়ে কথা বলে আর কষ্ট বাড়াতে চাই না।
তবে নবাগত শিক্ষার্থীদের সামনে এমন কাণ্ড করায় খুব কষ্ট পেয়েছি।
এ সব বিষয়ে অভিযুক্ত কলেজ ছাত্রলীগের সভাপতি
শিপন জানান, সেই দিন কলেজে মিছিল হলেও তিনি
বা তার সংগঠনের কেউ সাধারণ কোনও শিক্ষার্থীকে লাঞ্ছিত করেননি।
ছাত্রলীগের রানিং সভাপতি হিসেবে বেশ কয়েক বছর ধরে কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আসছি, এ ধরনের কোন ঘটনা কোন সময় ঘটেনি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদশা উল্লাহ বলেন, আমি বেশ কয়েকদিন যাবত ঢাকায় অবস্থান করছি।
এমন কোনও ঘটনা কলেজের কেউ আমাকে জানায়নি।
আগামীকাল বুধবার কলেজে গিয়ে খোঁজ নিয়ে পদক্ষেপ নেয়া হবে।
নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন জানান, তিনি বিষয়টি অবগত নন।
বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ছাত্রদের অধিকারের কথা বলে।
সেখানে ছাত্রদের লাঞ্ছিত করার ঘটনাটা এটা দুঃখজনক। তিনি ঢাকায় আছেন।
নাটোরে ফিরেই ঘটনাটি নিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নিবেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।