ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার থেকে নতুন করে আরও ১১৪ জন পুলিশ ও সীমান্তরক্ষী বাংলাদেশে প্রবেশ করলো।

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশসহ আরও ১১৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে ২২৯ জন।

নতুন করে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বান্দরবানের থাইংখালি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাদেরকে পরবর্তীতে ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয় নেয়া অন্য বিজিপি সদস্যদের কাছে নেয়া হতে পারে বলে জানা গেছে।

বেশ কিছুদিন ধরেই মিয়ানমারে জান্তার সাথে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। এতে কঠিন পরীক্ষায় পড়েছে জান্তা সরকার। গণমাধ্যমের খবর অনুযায়ী, বিদ্রোহীদের প্রবল প্রতিরোধে গেল তিনদিনে জান্তা বাহিনীর কমপক্ষে ৬২ সদস্য নিহত হয়েছেন। প্রাণে বাঁচতে গত দুইদিনে অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে দেশটির সীমান্তরক্ষী পুলিশের সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।