ঢাকামঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার কাছ থেকে আরো কিছু এলাকা পুনর্দখলের দাবি ইউক্রেনের

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

১১ সেপ্টেম্বর, ২০২২ (বাসস ডেস্ক): ইউক্রেন ইজিয়াম নগরীসহ পূর্বাঞ্চলের আরো কিছু গ্রাম ও শহর পুনর্দখলের দাবি করেছে।
এরপরই রোববার দেশটি তার পূর্বাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে।
এদিকে, ইউক্রেনের পরমাণু শক্তি সংস্থা ইতোমধ্যে নিরাপত্তা জনিত কারণে রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রের মূল রিঅ্যক্টরটি বন্ধ রয়েছে বলে জানায়। এটি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং একে ঘিরেই এখন উভয়পক্ষে লড়াই চলছে।
এ কারণে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, স্টেশনের কাছে ইউক্রেনীয় হামলা খুব ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।
এদিকে, রোববার ইউক্রেনের পূর্বের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না। এ জন্যে ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়াকে দায়ী করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ব্যাপকভাবে বেসামরিক স্থাপনার ওপর মস্কো হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন।
তিনি বলেন, সামরিক স্থাপনা নয়, বেসামিরক স্থাপনা টার্গেট করা হচ্ছে।
বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, বেসামরিক লোকজনকে আলো ও উত্তাপ থেকে বঞ্চিত করতে তারা এ কাজটি করছে।
তবে কিছু এলাকায় পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
এদিকে রুশ হামলার কারণে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভসহ দেশটির পূবাঞ্চলের ট্রেন শিডিউলে বিপর্যয় দেখা দেয়। দেশটির ন্যাশনাল ট্রেন সার্ভিসও বিঘিœত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।